গত বুধবার (২ আগষ্ট) রংপুর জেলা স্কুল মাঠে আওয়ামী লীগের মহা সমাবেশে জনসভার মঞ্চে উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় কালে ৯৬ বছর বয়সী ভাষা সৈনিক মজিবর রহমান মাষ্টার দিকে এগিয়ে যান প্রধানমন্ত্রী ও বঙ্গ কন্যা শেখ হাসিনা। তিনি তার সঙ্গে কথা বলেন ও তার কুশলাদি জিজ্ঞাসা করেন। বঙ্গকন্যার এহেন সৌজন্যতায় আবেগে আপ্লুত হন রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ পুরষ্কার একুশে পদক প্রাপ্ত মজিবর রহমান।
এসময় তিনি বঙ্গকন্যার মাথায় হাত বুলিয়ে মন খুলে দোয়া করেন। এযেন শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসার এক অনন্য নজির। তিনি বলেন প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য তিনি সেই বদরগঞ্জ থেকে মহাসমাবেশে এসেছেন।
তিনি এবছর রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ পুরষ্কার একুশে পদকে ভুষিত হন। এছাড়া তিনি একজন ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা।তাছাড়া স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী এটিএম আজহারুল ইসলামের মামলার সাক্ষীও ছিলেন।যে কারনে বেশ কয়েকবার জামায়াত-শিবিরের হামলার শিকার ও হন। তাছাড়া বদগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করেন একটানা ২২ বছর।
তিনি বাকশাল গঠনের পর দীর্ঘদিন যাবত রংপুর জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক পদে দ্বায়িত্ব পালন করেন। তিনি বাকশালের পর বদরগঞ্জের কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছিলেন।
তিনি জানান আমি একজন মুক্তিযোদ্ধা, আমার মনে কোন কষ্ট নাইেআমি আমার আবেগ ধরে রাখতে পারছিনা।
Last Wednesday (August 2) Prime Minister and Bengali daughter Sheikh Hasina approached the 96-year-old language soldier Mujibur Rahman Masta while exchanging greetings with everyone present on the stage of the Awami League public meeting at the Rangpur district school ground. He talks to him and asks about his good fortune. Mujibur Rahman, who received the state's second highest award Ekushey Padak, was overwhelmed by the kindness of the Bengal girl.
At this time, he put his hands on the head of the Bengal girl and opened his heart and prayed. This is a unique example of respect, honor and love. He said that he had come from Badarganj to the gathering to have a glimpse of the Prime Minister.
He was awarded Ekushey Padak, the second highest award of the state this year. Besides, he is a language soldier and freedom fighter. He was also a witness in the case of anti-independence war criminal ATM Azharul Islam. Because of this, he was attacked by Jamaat-Shibir several times. Moreover, he served as the General Secretary of Badganj Thana Awami League for 22 consecutive years.
#বঙ্গকন্যারমাথায়হাতবুলিয়েআশির্বাদকরলেন #মজিবররহমান #HeblessedBangakanyasheadwithhishand #MujiburRahman #প্রধানমন্ত্রী #বাংলাদেশেরখবর #jmnews