প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ খাদ্য সম্মেলনে যোগ দিতে ইতালি যাচ্ছেন। Prime Minister Sheikh Hasina is going to Italy today to attend the food conference.

 


ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সফরে আজ

মঙ্গলবার সকালে রোমের উদ্দেশে রওনা হবেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান

বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট ইতালির রাজধানী রোমের উদ্দেশে হযরত

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

বিমানটি স্থানীয় সময় বিকাল সোয়া ৪টায় রোমের ফিয়ামিসিনো বিমানবন্দরে অবতরণ করবে।

মিনিস্টার প্লেনিপোটেনসিয়ারি অব ইটালিয়ান ফরেন মিনিস্ট্রি এবং ইতালিতে নিযুক্ত বাংলাদেশের

রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের

আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল এই সম্মেলনে যোগ দিচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও কৃষিমন্ত্রী, খাদ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা

এবং বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন।

সফরসূচি অনুযায়ী, আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী এফএওর সদর দপ্তরে সম্মেলনের আনুষ্ঠানিক

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য দেবেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী

‘ফুড সিস্টেম অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক প্লেনারি সেশনে অংশ নেবেন।

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য টেকসই খাদ্য ব্যবস্থা : একটি যূথযাত্রায় বিভিন্ন পথ’ প্রতিপাদ্য নিয়ে

অনুষ্ঠিতব্য এই সম্মেলনে খুব ব্যস্ত সময় কাটাবেন প্রধানমন্ত্রী। জানা গেছে, ফোরামে বিভিন্ন দেশের

রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, কৃষি বিশেষজ্ঞ, খাদ্য উৎপাদনকারী, বিজ্ঞানী, গবেষক ও অন্যান্য

স্টেকহোল্ডাররা উপস্থিত থাকবেন। সোমবার তিনি এফএও সদর দপ্তরে সম্মেলনের আনুষ্ঠানিক

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভাষণ দেবেন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও

গুতেরেসসহ অন্যদেরও অধিবেশনে ভাষণ দেয়ার কথা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী ‘ফুড সিস্টেম এন্ড ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক পূর্ণাঙ্গ অধিবেশনে

অংশ নেবেন। একই দিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী ইউরোপের ১৫টি দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের

নিয়ে আয়োজিত ‘আঞ্চলিক দূত সম্মেলনে’ যোগ দেবেন। আগামী মঙ্গলবার (২৫ জুলাই) ইতালির

প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন শেখ হাসিনা। এছাড়া রোমভিত্তিক

আন্তর্জাতিক সংস্থা-ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (এফএও), ইন্টারন্যাশনাল ফান্ড অব

এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (আইএফএডি) এবং ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডব্লিউএফপি) নির্বাহী

প্রধানরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ২৬ জুলাই দেশের উদ্দেশে রোম ত্যাগ করবেন

প্রধানমন্ত্রী।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মঙ্গলবার রোমে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে

দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে সামরিক ও প্রতিরক্ষা সরঞ্জাম কেনাকাটা, ইতালিতে অবৈধ

বাংলাদেশিদের বৈধকরণসহ সম্পর্ক জোরদারে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হতে পারে। ওই বৈঠক

শেষে দুই দেশ বাণিজ্য খাতে সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় বিষয়ে দুটি সমঝোতা স্মারক সই করতে

পারে। সফর শেষে প্রধানমন্ত্রী আগামী বুধবার ঢাকার উদ্দেশে রওনা হবেন।




Prime Minister Sheikh Hasina will leave for Rome on Tuesday morning on a four-day visit at the

invitation of Italian Prime Minister Giuseppe Conte. A Biman Bangladesh Airlines VVIP flight

carrying the Prime Minister and her entourage will leave Hazrat Shahjalal International Airport

for the Italian capital Rome.

The flight will land at Rome's Fiumicino Airport at 4:30 pm local time. Minister Plenipotentiary

of Italian Foreign Ministry and Bangladesh Ambassador to Italy Abdus Sobhan Sikder will

receive the Prime Minister at the airport.

Foreign Minister AK Abdul Momen said that a high-level delegation led by Prime Minister

Sheikh Hasina is attending the conference at the invitation of UN Secretary General Antonio

Guterres. Apart from the foreign minister, the agriculture minister, the food minister, the

adviser to the prime minister on private industry and investment and the state minister for

power, energy and mineral resources will accompany the prime minister.

According to the itinerary, the Prime Minister will address the official opening ceremony of the

conference at the FAO headquarters tomorrow, Monday, as a special guest speaker. After the

inauguration ceremony, the Prime Minister will participate in the plenary session on 'Food

System and Climate Action'.

The Prime Minister will have a very busy time at the conference, which will be held under the

theme of 'Sustainable Food Systems for People, Earth and Prosperity: Different Paths in a Joint

Journey'.It is reported that the heads of state, heads of government, agricultural experts, food

producers, scientists, researchers and other stakeholders will be present in the forum. On

Monday,

he will address the official opening of the conference at FAO headquarters as a special guest. UN

Secretary General Antonio Guterres and others are also scheduled to address the session.

After the inaugural function, the Prime Minister will attend a plenary session on 'Food System

and Climate Action'. On the same day in the evening, the Prime Minister will attend the 'Regional

Envoy Conference' organized with the ambassadors of Bangladesh posted in 15 European

countries.

Sheikh Hasina will hold a bilateral meeting with Italian Prime Minister Giorgia Meloni next

Tuesday (July 25Sheikh Hasina will hold a bilateral meeting with Italian Prime Minister Giorgia Meloni next Tuesday

(July 25). Besides, the executive heads of Rome-based international organizations - Food and

Agriculture Organization (FAO), International Fund of Agricultural Development (IFAD) and World

Food Program (WFP) will have a courtesy meeting with the Prime Minister. The Prime Minister will

leave Rome for the country on July 26.

Meanwhile, Prime Minister Sheikh Hasina will hold a bilateral meeting with Italian Prime Minister

Giorgia Meloni in Rome next Tuesday. The meeting may discuss various initiatives to strengthen

relations including purchase of military and defense equipment, legalization of illegal Bangladeshis

in Italy. After the meeting, the two countries may sign two MoUs on trade cooperation and cultural

exchange. After the visit, the Prime Minister will leave for Dhaka next Wednesday.





#প্রধানমন্ত্রীশেখহাসিনাআজখাদ্যসম্মেলনেযোগদিতেইতালিযাচ্ছেন #PrimeMinisterSheikhHasinaisg

oingtoItalytodaytoattendthefoodconference #প্রধানমন্ত্রী #প্রতিভানিউজ #protivalibrary

Post a Comment

Previous Post Next Post