সাংবাদিক হত্যার বিচার ও শাস্তির দাবিতে পূর্বধলায় সর্বস্তরের জনগনের মানববন্ধন

 

সাংবাদিক হত্যার বিচার ও শাস্তির দাবিতে পূর্বধলায় সর্বস্তরের জনগনের মানববন্ধন / Human chain of people from all walks of life in Purwdhala demanding trial and punishment for murder of journalists


বাংলা নিউজ টুয়েন্টি ফোর ডট কম এর  জামালপুর জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির বকশীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে হত্যার সাথে জড়িত খুনীদের শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।পূর্বধলায় কর্মরত সাংবাদিকবৃন্দের উদ্যোগে সোমবার (১৯ জুন) বেলা ১২ ঘটিকায় উপজেলা পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।


পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের নতুন সময় প্রতিনিধি মো. হাবিবুর রহমান’র সঞ্চালনায় বক্তব্য রাখেন,একুশে সংবাদ প্রতিনিধি মো. সাইদুল ইসলাম, দৈনিক নয়া দিগন্ত উপজেলা প্রতিনিধি ইসমাইল হোসেন খোকন, ইত্তেফাক প্রতিনিধি মো. শফিকুল ইসলাম শাহীন,  আমার সংবাদ জেলা প্রতিনিধি সুমন, আজকের আলোকিত সকাল প্রতিনিধি নাহিদুল ইসলাম আলম, মুক্ত আলো জেলা প্রতিনিধি মো. আল আমিন শেখ, নিউজ ২১ স্টাফ রিপোর্টার, খান রাসেল, রূপবানীর প্রতিনিধি মো. শামীম মন্ডল, দেশ প্রতিদিন জেলা প্রতিনিধি মো. সাগর আহমেদ, এফএম ৯৮.৮ কৃষি রেডিও মো. হুমায়ুন জবীর (হিমু) প্রমুখ।



বক্তব্যে বলেন, দেশে সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়ন করতে হবে এবং নাদিম হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত বিচার আইনের আওতায় আনা এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।



Human chain of people from all walks of life in Purwdhala demanding trial and punishment for murder of journalists. Jamalpur district correspondent of Bangla News 24.com and Bakshiganj correspondent of Ekatar TV, journalist Gholam Rabbani Nadeem, involved in the murder of a human chain and a protest rally were held to demand the punishment of the murderers. The human chain was organized on the road in front of the Upazila Parishad at 12 o'clock on Monday (June 19) at the initiative of the journalists working in Purbadhala. And protest rally was held. President of Purbadhala Reporters Club and daily our new time representative. Addressed by Habibur Rahman. Ekushe news correspondent. Saidul Islam, Dainik Naya Digant upazila representative Ismail Hossain Khokon, Ittefak representative Md. Shafiqul Islam Shaheen, My News district representative Suman, Ajker Aloki Sakal representative Nahidul Islam Alam, Mukt Alo district representative Md. Al Amin Sheikh, representative of Rupbani. Shamim Mandal, District representative of the country daily. Sagar Ahmed, FM 98.8 Krishi Radio Md. Humayun Zabir (Himu) and others. In his speech, he said that the journalist safety law should be implemented in the country and demanded that those involved in Nadeem's murder be brought under the law and the maximum punishment be hanged.



Post a Comment

Previous Post Next Post