বাংলাদেশের সংরক্ষিত আসনের এমপি খাদিজাতুল আনোয়ার সনি ব্যক্তিগত সফরে ওমান গিয়েছিলেন। আর সেখানে গিয়ে তিনি রাজনৈতিক কর্মকান্ডে অংশ গ্রহন করায় দেশটির আইনশৃংখলা বাহিনীর হাতে আটক হন। প্রায় বার ঘন্টা পর মুচলেকা দিয়েছাড়া পান তিনি।
গত মঙ্গলবার (১ আগষ্ট) রাতে ওমানের হাফফা হাউস মাস্কাট হোটেলে এ ঘটনা ঘটে। জানা গেছে মাস্কাট হোটেলে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন আর এই বৈঠকের কোন পূর্ব অনুমতি না থাকায় ওমানের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আটক করেন।
উল্লেখ্য আওয়ামী লীগের এই এমপি চট্টগ্রামের ফটিকছড়ির আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব রফিকুল আনোয়ারের মেয়ে খাদিজাতুল আনোয়ার সনি। তিনি আওয়ামী লীগের মনোনয়নে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য।
তবে উক্ত ঘটনার প্রেক্ষিতে গত বুধবার (২ আগষ্ট) পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন বলেন এধরনের কোন খবর আমাদের কাছে আসেনি। সরকারি ভাবে আমরা কাউকে সেখানে এই মুহুর্তে পাঠাইনি।
Bangladesh reserved seat MP Khadijatul Anwar Soni went to Oman on a personal visit. And when he went there, he was arrested by the country's law enforcement agencies for participating in political activities. After about twelve hours he got bail.
The incident happened last Tuesday (August 1) night at the Haffa House Muscat Hotel in Oman. It is known that he held a meeting with the leaders and activists of the Awami League organization in the Muscat hotel and because there was no prior permission for this meeting, he was detained by the members of the law enforcement forces of Oman.
It should be noted that this MP of Awami League is Khadijatul Anwar Soni, daughter of late Alhaj Rafiqul Anwar, Awami League leader and former Member of Parliament of Fatikchari, Chittagong. She is a member of the reserved women's seat of the 11th National Parliament nominated by Awami League.
However, in view of the said incident, on Wednesday (August 2), Foreign Minister Dr. AK Abdul Momen said that no such news has come to us. Officially we have not sent anyone there at the moment.
#মুচলেকায়ছাড়াপেলেনবাংলাদেশেরনারীএমপি #BangladeshwomanMPreleasedonbond #MPKhadijatulAnwarSoni #প্রতিভানিউজ #বাংলাদেশেরখবর #protivanews