মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা-২০২৩


মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা-২০২৩

রচনা প্রতিযোগিতার বিষয় ও গ্রুপ :
১. ক- গ্রুপ : ৬ষ্ঠ-৮ম শ্রেণি ছাত্র-ছাত্রীদের জন্য (সবোর্চ্চ ১০০০ শব্দ)
বিষয় : মাদকাসক্তি মুক্ত যুবসমাজ ও আমাদের উন্নয়ন।
২. খ- গ্রুপ : ৯ম-১০ম শ্রেণি ছাত্র-ছাত্রীদের জন্য (সবোর্চ্চ ১৫০০ শব্দ)
বিষয় : বঙ্গবন্ধুর আদর্শে চলি মাদকমুক্ত সোনার বাংলা গড়ি।
শর্তাবলী :
ক) রচনা সাদা কাগজে বাংলা ভাষায় স্পষ্টক্ষরে স্বহস্তে লিখতে হবে।
খ) রচনার প্রথম পাতায় প্রতিযোগিতার নাম,পিতা/অভিভাবকের নাম, পত্র যোগাযোগের ঠিকানা,টেলিফোন/মোবাইল নম্বর, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, অধ্যয়নরত শ্রেণি ও রোল নম্বর উল্লেখ করতে হবে।
গ) রচনা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে দাখিল/প্রেরণ করতে হবে।
ঘ) খামের উপর “রচনা প্রতিযোগিতা” “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস” লিখতে হবে।
ঙ) আগামী ১৮/০৫/২০২৩ তারিখের মধ্যে বিদ্যালয়ের অফিসকক্ষে জমা দিতে হবে।

Post a Comment

Previous Post Next Post