Imprtant notice


 জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩

যে সকল শিক্ষার্থী নিন্মে উল্লেখিত ইভেন্টে অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের আগামী ০৬/০৫/২০২৩ খ্রি: রোজ শনিবার দুপুর ১২ ঘটিকায় বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য বলা হলো। 

গ্রুপ- 

৬ষ্ঠ- ৮ম- ক গ্রুপ

৯ম- ১০ম খ গ্রুপ

উপজেলা পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা-১৩/০৫/২০২৩ খ্রি:

স্থান- পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। 

ইভেন্টসমূহ :- 

১. কেরাত

২. হামদ্/নাত

৩. বাংলা রচনা প্রতিযোগিতা (বিষয়: অনির্ধারিত তাৎক্ষণিক নির্ধারণ করবেন) সময়-৩০ মিনিট) 

৪. ইংরেজী রচনা (৬ষ্ঠ থেকে ৮ম এবং ৯ম থেকে ১০ম শ্রেণি) বিষয়:   

   অনির্ধারিত (বিচারক তাৎক্ষণিক নির্ধারণ করবেন) সময়-৩০ মিনিট)

৫. বাংলা কবিতা আবৃত্তি (স্বরচিত/নির্বাচিত)

৬. বির্তক প্রতিযোগিতা (একক) 

৭. দেশাত্মবোধক

৮. রবীন্দ্র সংগীত

৯. নজরুল সংগীত

১০. উচ্চাঙ্গ সংগীত

১১. লোক সংগীত (ভাওয়াইয়া,ভাটিয়ালী,পল্লীগীতি, লালনগীতি)

১২. জারীগান (দলভিত্তিক)

১২. নির্ধারিত বক্তৃতা: জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ

১৩. নৃত্য (উচ্চাঙ্গ)

১৪. লোক নৃত্য

১৫. তাৎক্ষণিক অভিনয়

Post a Comment

Previous Post Next Post