এবার হত্যা মামলায় শেখ হাসিনার সঙ্গে আসামি বসুন্ধরার চেয়ারম্যান ও এমডি

 


$ads={2}

৫ আগস্ট সকালে রাজধানীর বাড্ডায় ছাত্র–জনতার অভ্যুত্থানে গুলি করে সোহাগ মিয়া নামের এক যুবককে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান ও তাঁর ছেলে সায়েম সোবহান আনভীরসহ ১৭৮ জনের বিরুদ্ধে খুনের মামলা হয়েছে। রাজধানীর বাড্ডা থানায় গতকাল মঙ্গলবার মামলাটি করেন সোহাগের ভাই মো. বিল্লাল মিয়া।

মামলায় অন্য আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, মেজর জেনারেল টি এম জুবায়ের, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক সংসদ সদস্য ওয়াকিল উদ্দিন, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত।

$ads={1}

মামলায় বাদী উল্লেখ করেন, ৫ আগস্ট সকাল ১০টার দিকে বাড্ডার গুলশান লিংক রোড দিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন সোহাগ মিয়া। এ সময় সেখানে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার কোটাবিরোধী মিছিল হচ্ছিল। সেখানে তখন আসামিদের নির্দেশে অবৈধ অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে সোহাগ গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

$ads={2}

  • #রাজধানী #ঢাকা
  • আইনওবিচার #
  • শেখহাসিনা #
  • মামলা #
  • হত্যা

Post a Comment

Previous Post Next Post