ক্যামেরার সেন্সর পরিষ্কার করার সিস্টেম

 



$ads={1}

ক্যামেরায় ভালো ছবি পেতে সেন্সর সব সময় পরিষ্কার রাখতে হয়। আজকাল অনেক ডিএসএলআর ক্যামেরায় অটোমেটিক সেন্সর ক্লিনের অপশন থাকে। এ অপশনটি ব্যবহার করলে মাইক্রো ভাইব্রেটার ব্যবহার করলে ক্যামেরা সেন্সরে জমা ধুলা ফেলে দেয়। আপনার ক্যামেরায় যদি এ অপশন না থাকে তবে অন্য উপায়ে আপনি ক্যামেরার ডাস্ট ঝেড়ে ফেলতে পারবেন। নিজে হাতে ক্যামেরার সেন্সর পরিষ্কার করার উপায়-

$ads={2}

১. আপনার ক্যামেরায় সেন্সর ক্লিন করার অপশনটি খুঁজে বার করুন।

আরো পড়ুন - ‘মৃত্যুই শ্রেয়’

২. এ মোডটি সিলেক্ট করলে আপনার ক্যামেরার মিররটি লক হয়ে যাবে এবং সেন্সরটি দেখা যাবে।

৩. এরপর ব্লোয়ার দিয়ে ক্যামেরার সেন্সরে জোরে হাওয়া দিন। লক্ষ্য রাখবেন ব্লয়ারের মাথা যেন ক্যামেরার সেন্সর স্পর্শ না করে। এভাবে সেন্সরের ধুলা ঝেড়ে ফেলুন।

$ads={2}

৪. এরপর সোয়াবের ওপর দুই ফোঁটা সলিউশন দিয়ে সেন্সরের ওপর সেটিকে আলতো করে বোলান।


৫. এরপর লেন্স লাগিয়ে ছবি তুলতে শুরু করুন। পরিষ্কার রাখুন ক্যামেরার সেন্সর।


Post a Comment

Previous Post Next Post