ঢাকার সাথে সমগ্র দেশের ট্রেন চলাচল বন্ধ।



 

চাকরি স্থায়ী করনের দাবিতে ঢাকার মালিবাগ রেললাইন অবরোধ করেছেন রেলের অস্থায়ী শ্রমিকরা। যার ফলে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।


আজ রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় মালিবাগ রেললাইন অবরোধ করা হয়।


ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহমেদ জানান, আমরা সকাল ১০ টার দিকে অবরোধের খবর পাই। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানতে পারি, বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা চাকরি স্থায়ী করনের দাবিতে রেললাইন অবরোধ করেছে।


তিনি জানান তাদের সঙ্গে আলোচনা চলছে। বিষয়টি নিয়ে আলোচনা করতে রেলওয়ের কর্মকর্তারাও আসছেন।আশা করি দ্রুত সমস্যার সমাধান করে ট্রেন চলাচল স্বভাবিক করা হবে। 


জানা গেছে সরকারি গ্যাজেট বাস্তবায়নের মাধ্যমে চাকরি স্থায়ী করনের দাবিতে রেলমন্ত্রী, রেলওয়ে সচিব ও রেলওয়ে কর্তৃপক্ষের কাছে বারবার গিয়েও কোন সমাধান না মিলায় অবস্তান কর্মসূচি পালন করছে অস্থায় শ্রমিকেরা। 


হাজার হাজার শ্রমিক রেলপথে অবস্থান নেওয়ায় মালিবাগ রোলগেইটে আটকা পরে রংপুর এক্সপ্রেস। যার ফলে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।





#ঢাকারসাথেসমগ্রদেশেরট্রেনচলাচলবন্ধ#বাংলাদেশরেলওয়ে #অবরোধ #শ্রমিক #রেলওয়েঅস্থায়ীশ্রমিক #jmnews



Post a Comment

Previous Post Next Post