আশুলিয়ায় হত্যার পর আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনায় অভিযুক্ত আব্দুল্লাহিল কাফী আটক

 


গত ৫ আগস্ট আশুলিয়ায় ছাত্র-জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনায় অভিযুক্ত ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) আব্দুল্লাহিল কাফীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


আজ সোমবার (২ সেপ্টেম্বর) তার পালিয়ে যাওয়ার খবর পায় আইনশৃঙ্খলা বাহিনী। দিনভর চেষ্টার পর রাত ১০টার দিকে তাকে বিমানবন্দর থেকে আটক করা হয়।


বিস্তারিত আসছে…

#আশুলিয়া #ছাত্রজনতাহত্যা #অতিরিক্তপুলিশসুপার #কাফী #আটক #ঢাকামহানগরগোয়েন্দাপুলিশ #বাংলাদেশ JMNEWS
Previous Post Next Post