ঢাকায় উত্তরার সাঈদ গ্র্যান্ড সেন্টারের আগুন নিয়ন্ত্রণে

 



রাজধানীর উত্তরার সাঈদ গ্র্যান্ড সেন্টারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে পুলিশ।


মঙ্গলবার (১০ অক্টোবর) দিবাগত রাত ৪টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোর্শেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী আগুনে ভবনের সাত, আট ও নয় তলার প্রায় সম্পূর্ণটাই পুড়ে গেছে।


পুলিশ কর্মকর্তা আরও বলেন, ভবনটি পুরোটাই বাণিজ্যিক ভবন। এতে বিভিন্ন রেস্টুরেন্ট, অফিস, দোকান পরিচালনা করা হয়। আগুন লাগার সময় ভেতরে কেউ ছিল কিনা, বিস্তারিত অনুসন্ধানের পরই তা জানা যাবে। এই অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, মঙ্গলবার (১০ অক্টোবর) দিবাগত রাত ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের ওই মার্কেটে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে রাত ১টা ২৬ মিনিটে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বাড়ানো হয় ফায়ার সার্ভিসের ইউনিটসংখ্যা।

 

ফায়ার সার্ভিস জানিয়েছে, ১৬ তলা ভবনটির সাত তলায় আগুনের সূত্রপাত হয়। পরে আট, নয় ও দশ তলায় আগুন ছড়িয়ে পড়ে।


Post a Comment

Previous Post Next Post