তামিমের অবসর নিয়ে মাশরাফির প্রশ্ন। |
তামিম ইকবালের হঠাৎ করে অবসর নিয়েছেন এখবর শুনে সকলেই অবাক । বাংলাদেশের সাবেক অধিনায়ক
মাশরাফি বিন মুর্তজাও তার বাইরে নন। বিশ্বকাপের পূর্ব মূহুর্তে তামিমের অবসর খবর শুনে তিনি একটি
প্রশ্নও তুলেছেন, আসলেই কি তামিম আর চালিয়ে যেতে পারছিলেন না, নাকি কোনো চাপ তাঁকে অবসর
নিতে বাধ্য করেছে ! ফেসবুকে দেওয়া মাশরাফির স্ট্যাটাসের পুরোটাই এখানে তুলে ধরা হলো -
➨ তামিম, তোর সিদ্ধান্ত অবশ্যই একান্তই তোর। এটা কারও ভালো লাগলেও তোর, ভালো না লাগলেও তোর।
পক্ষে-বিপক্ষে অনেক কথাই হবে। তবে সবচেয়ে ভালো কোনটা, সেটা তুই ছাড়া কেউই ভালো বুঝবে না। তাই
তোর এই সিদ্ধান্তকে আমি ব্যক্তিগতভাবে শতভাগ সম্মান জানাই।
তবে কিছু কথা জানতে মন চায়, মাত্র ৩৪ বছর ১০৮ দিনেই বিদায় কেন! আসলেই কি চালিয়ে যেতে পারছিস
না? নাকি কোনো চাপ তোকে বাধ্য করেছে!
তোর অনেক ভক্ত হয়তো খুঁজে ফিরবে এই প্রশ্নগুলোর উত্তর। আজ খুঁজবে, এমনকি ভবিষ্যতও আরও অনেক
দিন খুঁজবে।
তোকে প্রথম দেখেছি চট্টগ্রামে তোদের বাসায়, হাফ প্যান্ট পরে খেলছিলি। তোর ভাই, আমার বন্ধু নাফিস
ইকবাল তোকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দিল। পরেরবার দেখলাম জাতীয় লিগে ওপেন করতে, খুলনার
মাঠে। তারপর ২০০৭ বিশ্বকাপ থেকে একসঙ্গে পথ চলতে চলতে তুই হয়ে গেলি বন্ধুর মতো। কত দিন,
কত রাত একসঙ্গে সময় কাটিয়েছি, একসঙ্গে খেতে যাওয়া, ঘণ্টার পর ঘণ্টা আড্ডা, দুষ্টুমি, মজা, তর্ক,
খেলা নিয়ে কত কত আলোচনা করেছি, সেসবের কোনো হদিস নেই।
যখন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ছিলাম, তখন তুই ছিল আমার অন্যতম ‘স্নাইপার’। সেটা তুই
নিজেও খুব ভালো করেই জানিস। যেদিন দল থেকে বের হয়ে এলাম, সেদিন তুই আমাকে কাঁধে তুলে
নিয়েছিলি। পরে সারা রাত একসঙ্গে আড্ডা দিয়েছিলাম। যেকোনো সিরিজ বা সফরে তুই ছিলি আমার
রুমে আড্ডার অবধারিত সঙ্গী। আরও কতশত স্মৃতি এখন মনে পড়ছে!
তোকে যতটুকু চিনি, তাতে তোর এই সিদ্ধান্তকে আমি অনায়াসে পোস্টমর্টেম করতে পারতাম। কিন্তু তা
করব না, কারণ ওই যে তোর নিজস্ব সিদ্ধান্তকে অবশ্যই সম্মান জানানো উচিত।
তোর মানসিক অবস্থা আমি বুঝতে পারছি, সেই সঙ্গে এটাও বলছি যে তুই বাংলাদেশের ক্রিকেটকে যা
কিছু দিয়েছিস, তা আমরা আজীবন মনে রাখব। একজন তামিম হয়ে উঠতে কতটা পরিশ্রম, কতটা সময়,
কতটা মেধা আর কত ত্যাগ থাকতে হয়, তা সময় সব কিছু বুঝিয়ে দেবে।
তোর প্রতি রইল অফুরন্ত ভালোবাসা। পরবর্তী জীবন পরিবার নিয়ে দারুণ কাটাবি, সেই আশাই করছি।
আর একটা কথা, দলের ভেতর নানা পরিসংখ্যান নিয়ে বিশ্লেষণনির্ভর আলোচনা এখন কে করবে, ঠিক
জানি না। হয়তো কেউ করবে। তবে তুই এই জায়গায় সব সময়ই থাকবি সেরাদের সেরা।
গুড বাই মি. তামিম ইকবাল খান। একজন কিংবদন্তির বিদায়।
বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা, এগিয়ে চলুক দুর্বার গতিতে। আমাদের এখন সামনে এগিয়ে
যাওয়ার সময়।
Everyone was surprised to hear the news of Tamim Iqbal's sudden retirement. Former
Bangladesh captain Mashrafe Bin Mortaza is not out of it. Hearing the news of Tamim's
retirement just before the World Cup, he also raised a question, whether Tamim really
could not continue, or some pressure forced him to retire! All of Mashrafe's status on
Facebook is presented here
➨ Tamim, your decision is definitely yours alone. If someone likes it, you don't like it.
There will be many pros and cons. But which is the best, no one will understand better
than you. So I personally respect your decision hundred percent.
But I want to know some things, why farewell in just 34 years and 108 days! Can't really
go on? Or some pressure forced you!
Many of your fans may find answers to these questions. Today will seek, and even the
future will seek many more days.
I first saw you at your house in Chittagong, playing in half pants. Your brother, my friend
Nafis Iqbal introduced you to me. The next time I saw it was to open in the national league,
at the ground in Khulna. Then from 2007 World Cup you became like friends while traveling
together. How many days, how many nights we spent together, going to eat together, chatting
for hours, mischief, fun, arguments, games, how many discussions we had, there is no trace
of them.
When I was the captain of the Bangladesh cricket team, you were one of my 'snipers'. You
yourself know that very well. The day I left the team, you took me on your shoulders. Later
we chatted together all night. In any series or tour, you were a definite chat companion in my
room. How many more memories are remembered now!
Knowing you, I could easily postmortem your decision. But don't do that, because that is your
own decision that must be respected.
I understand your emotional state, and at the same time I am saying that whatever you have
given to Bangladesh cricket, we will remember it forever. How much hard work, how much time,
how much talent and how much sacrifice is required to become a tamim, time will tell everything.
Endless love to you. I hope that I will spend my next life with my family.
One more thing, I don't know who will do analysis-based discussions on various statistics
within the party. Maybe someone will. But you will always be the best of the best in this place.
Good bye Mr. Tamim Iqbal Khan. Farewell to a legend.
All the best for Bangladesh cricket, may it move forward at a breakneck speed. It is time for
us to move forward.