আজ থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে কঠোর নির্দেশনা / Educational institutions are opening from today, strict instructions must be followed

 



পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে  সরকারি কিছু নির্দেশনা মেনে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে  আজ রবিবার (০৯ জুলাই)। এদিকে সারাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে।তাই  দেয়া হয়েছে কিছু নির্দেশনা।এ পরিস্থিতিতে ডেঙ্গু রোধে সব শিক্ষাপ্রতিষ্ঠান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ পাঁচ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি।


বৃহস্পতিবার (০৬ জুলাই) ডেঙ্গু রোধে সব শিক্ষাপ্রতিষ্ঠান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ ৫ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।


নির্দেশনাগুলো হলো-

১. খেলার মাঠ ও ভবনগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

২. মাঠ কিংবা ভবনে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলতে হবে।

৩. শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সৌন্দর্য বর্ধনের জন্য যেসব ফুলের টব রাখা হয়েছে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে।

৪. এডিস মশার প্রজননস্থলে যাতে পানি জমতে না পারে তা নিশ্চিত করতে হবে।

৫. সংশ্লিষ্ট কর্তৃপক্ষ/শিক্ষকরা কর্তৃক ডেঙ্গু প্রতিরোধের উপায়গুলো প্রত্যেক শিক্ষার্থীরদের অবহিত করতে হবে।

উল্লেখ্য, চলতি জুলাই মাসে ঢাকাসহ প্রায় সারা দেশে ভয়ঙ্কর রূপ নিয়েছে ডেঙ্গু। পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করছে সরকার। কিন্তু প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। পাশাপাশি বাড়ছে আক্রান্তের সংখ্যাও।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ১১৮ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ হাজার ৫৪৯ জন। মারা গেছেন ৬৭ জন।




After the holy Eid-ul-Azhar holiday, all levels of educational institutions in the country are opening today (July 09) following some government guidelines. Meanwhile, the outbreak of dengue has taken a terrible shape across the country. Therefore, some instructions have been given. In this situation, the directorate of secondary and higher education has given five-point instructions to prevent dengue, including keeping all educational institutions clean and regular.


On Thursday (July 06) Directorate of Secondary and Higher Education (MAUSI) gave 5-point instructions to prevent dengue, including keeping all educational institutions regularly clean.


The instructions are-

1. Playgrounds and buildings should be kept clean regularly.

2. Water accumulated in the field or building should be removed quickly.

3. Flower tubs kept in educational institutions for beautification should be kept clean regularly.

4. It should be ensured that water does not accumulate in the breeding grounds of Aedes mosquitoes.

5. All students should be informed about Dengue prevention measures by concerned authorities/teachers.

It should be noted that in the current month of July, dengue has taken a terrible form in almost the whole country including Dhaka. The government is trying to manage the situation. But the number of deaths due to dengue is increasing every day. Along with this, the number of infected people is also increasing.

So far this year, 12 thousand 118 people have been admitted to hospital due to dengue. 9 thousand 549 people have recovered and left the hospital. 67 people died.


Post a Comment

Previous Post Next Post