“ নিরাপদ সড়ক চাই ” শ্লোগানকে কেন্দ্র করে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার প্রতিবাদে পূর্বধলায় ৯ দফা দাবি বাস্তবায়নে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালন

 


প্রতিনিয়ত শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে দুর্ঘটনার প্রতিবাদে  আন্দোলন কারীরা ৯ দফা দাবি বাস্তবায়নে উপজেলা

নির্বাহী অফিসার শেখ জাহিদ প্রিন্স, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বরাবর

স্মারকলিপি প্রদান করে ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপজেলার সর্বস্থরের জনগন ও  সাধারন

শিক্ষার্থী । গত রবিবার (২৫ জুন) দুপুরে পূর্বধলা চৌরাস্তায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে প্রতীকি লাশ হয়ে,

টায়ার জ্বালিয়ে, এ কর্মসূচি পালন করে ।এ সময় রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।


খবর পেয়ে নেত্রকোনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ শিবলী সাদিক, উপজেলা নির্বাহী অফিসার শেখ

জাহিদ প্রিন্স, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন এবং

দাবি বাস্তবায়নে আশ্বাস দিলে আন্দোলন কারীরা তাদের আন্দোলন স্থগিত করে।


পূর্বধলা সরকারী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের  প্রভাষক আবু হানিফ তালুকদার রাসেল, সাবেক ছাত্রনেতা

শহিদুল ইসলাম আঙ্গুর প্রমুখ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, ।


৯ দফা দাবিগুলোর মধ্যে - মহাসড়কে ডিভাইডার স্থাপন, ওভারলোডিং স্কেল চালুকরণ, ড্রাইভিং লাইসেন্সবিহীন

গাড়ি চালানো বন্ধ , থ্রী হুইলার নিষিদ্ধকরণ, নির্দিষ্ট দূরত্ব পর পর পুলিশ বক্স স্থাপন ও সার্বক্ষণিক তদারকি,

সকাল ৮টা হতে রাত ৮টা পর্যন্ত বালুবাহী ট্রাক চলাচল নিষিদ্ধকরণ, ভেজা বালুবাহির ট্রাক চলাচল নিষিদ্ধকরণ,

বালুবাহির ট্রাকে ত্রিপাল ব্যবহার নিশ্চিত করা ও নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা।


উক্ত মানববন্ধনে সম্প্রতি নিহত বাকৃবি শিক্ষার্থী রিফাতের ভাই আরিফুজ্জামান আরিফ (বি:দ্র:গত ১৫ জুন

সিএনজিযোগে বাড়ি ফেরার পথে বালুবাহী ট্রাকের চাপায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থী

ফরিদুজ্জামান রিফাত নিহত হয়) সহ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বদরুল আলম ঝুমন, যুগ্ম সাধারণ

সম্পাদক মুনতাসির মাসুদ খান ফাহিম, স্বপন চন্দ্র সরকার, পূর্বধলা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি

হৃদয় খান নাঈম, সাধারণ সম্পাদক ইশরাক আহমেদ তাইফ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদ,

উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবির পাপ্পু , সচেতন নাগরিক সমাজের রাজিবুল ইসলাম

রাজিব, শামীম হোসেন মীর, পিয়াস মীর, আব্দুল্লাহ আল ইমরান, নূর আলম নাহিদ, সাব্বির আহমেদ প্রমুখ

বক্তব্য প্রদান করেন।


বক্তব্যে সকলের কন্ঠে একই স্লোগান ভেসে আসে “ নিরাপদ সড়ক চাই ”


In order to protest the constant road accidents around the slogan "We want safe roads", issuing

memorandums to implement 9-point demands and holding human chain programs.


In protest of the accident on the Shyamganj-Birishiri road, the agitators gave memorandums to

Upazila Nirbahi Officer Sheikh Zahid Prince, Purbadhala Thana Officer-in-Charge (OC) Mohammad

Saiful Islam and held a human chain program with people and ordinary students from all parts of the

upazila. Last Sunday (June 25) at noon, they blocked the road for an hour at the Purwadhala

intersection and performed this program by burning tires and blocking the road.

On receiving the news, Additional Superintendent of Police Shah Shibli Sadiq, Upazila Nirbahi Officer

Sheikh Zahid Prince, Officer-in-Charge (OC) of Purbadhala Police Station Mohammad Saiful Islam

arrived at the spot and the agitators suspended their agitation after they were assured to implement

their demands.


Abu Hanif Talukder Russel, Lecturer of Accountancy Department of Purbadhala Government College,

former student leader Shahidul Islam Angur spoke in solidarity with the program.


Among the 9-point demands - installation of dividers on highways, introduction of overloading scales,

ban on driving vehicles without driving license, ban on three-wheelers, installation of police boxes at

regular intervals and round-the-clock supervision, ban on plying of sand trucks from 8 am to 8 pm,

ban on plying of wet sand trucks. , Ensuring the use of tripals in sand trucks and conducting regular

mobile courts.


Shamim Hussain Mir, Piyas Mir, Abdullah Al Imran, Noor Alam Nahid, Sabbir Ahmed,Upazila Chhatra

League Vice President Badrul Alam Jhumon, Joint General Secretary Muntasir Masud Khan Fahim,

Swapan Chandra Sarkar, Purbadhala Government College Chhatra League President Hriday Khan

Naeem, General Secretary Ishraq Ahmed Taif, Upazila Chhatra Dal member along with Arifuzzaman

Arif, brother of the recently killed BKB student Rifat (Note: Fariduzzaman Rifat, a talented student of

Bangladesh Agricultural University, was crushed by a sand truck on his way home from CNG on

June 15). Secretary Saju Ahmed, Joint Convener of Upazila Chhatra Dal Solaiman Kabir Pappu,

Rajibul Islam Rajib of Conscious Citizen Society, etc. gave speeches.


In the speech, the same slogan came out in everyone's voice, "We want safe roads".

Post a Comment

Previous Post Next Post