ড. ইউনুসকে ১২ কোটি টাকা দানকর দেয়ার নির্দেশ /Dr. Yunus ordered to pay 12 million taka dankor -


 জাতীয় রাজস্ব বোর্ডের আরোপিত দানকর বৈধ ঘোষণা করা রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে (লিভ টু আপিল) নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। রবিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন- অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। ড. ইউনূসের পক্ষে শুনানিতে ছিলেন- আইনজীবী সরদার জিন্নাত আলী।

মামলা থেকে জানা যায়, ১৯৯০ সালের দানকর আইন অনুযায়ী ২০১১-২০১২ করবর্ষে মোট ৬১ কোটি ৫৭ লাখ ৬৯ হাজার টাকা দানের বিপরীতে প্রায় ১২ কোটি ২৮ লাখ ৭৪ হাজার টাকা কর দাবি করে নোটিশ পাঠায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

পরে এনবিআরের এসব নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে আপিল ট্রাইব্যুনালে মামলা করেন ড. ইউনূস। এরপর ২০১৪ সালের ২০ নভেম্বর তার আবেদন খারিজ করে দেওয়া হয়। এর পর ২০১৫ সালে তিনি হাইকোর্টে তিনটি আয়কর রেফারেন্স মামলা করেন।

দানের বিপরীতে কর দাবি করে এনবিআরের এসব নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে আপিল ট্রাইব্যুনালে মামলা করেন ড. ইউনূস। তার দাবি, আইন অনুযায়ী দানের বিপরীতে এনবিআর এ কর দাবি করতে পারে না। এরপর ২০১৪ সালের ২০ নভেম্বর তার আবেদন খারিজ করে দেওয়া হয়। এরপর ২০১৫ সালে তিনি হাইকোর্টে তিনটি আয়কর রেফারেন্স মামলা করেন।

মামলাগুলোর প্রাথমিক শুনানি নিয়ে দানকর দাবির নোটিশের কার্যকারিতা স্থগিত করে ২০১৫ সালে রুল জারি করেন হাইকোর্ট। ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে মৃত্যু ও পরিবারের সদস্যদের কল্যাণ চিন্তা করে নিজের নামে প্রতিষ্ঠিত তিনটি ট্রাস্টে যে টাকা দান করেছেন, সেই দানের বিপরীতে এনবিআরের আরোপ করা দানকর বৈধ ঘোষণা করে গত ৩১ মে রায় দেন হাইকোর্ট।


৩১ মে রায়ের পর অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সাংবাদিকদের বলেছিলেন, ড. মুহাম্মদ ইউনূস তিন প্রতিষ্ঠানে ৭৭ কোটি টাকা দান করেছিলেন। তিনি বলছেন- এর বিপরীতে কর দিতে হবে না। আমরা বলেছি দিতে হবে, এ কারণে এনবিআর তাকে নোটিশ দিয়েছিল।


পরে তিনি হাইকোর্টে তিনটি রেফারেন্স মামলা করেছিলেন। হাইকোর্ট রেফারেন্সগুলো ঠিক বলেছেন। আবেদনগুলো খারিজ করে দিয়েছেন। এখন এনবিআরের দাবি করা কর দিতে হবে। এনবিআর ১৫ কোটি টাকার বেশি দাবি করেছিল। ইতোমধ্যে তিনি তিন কোটি টাকার মতো দিয়েছেন। এখন বাকি ১২ কোটি টাকার বেশি কর পরিশোধ করতে হবে বলেও তিনি জানিয়েছিলেন।



Nobel laureate Dr. asking for permission to appeal against the decision to declare the tax levied by the National Board of Revenue (Leave to Appeal). The Appellate Division rejected the appeal of Muhammad Yunus. The Appellate Division headed by Chief Justice Hasan Faiz Siddiqui gave this order on Sunday.

Attorney General A. M. Amin Uddin was in the court hearing for the state. Dr. Lawyer Sardar Jinnat Ali was in the hearing on behalf of Yunus.

According to the case, according to the Donor Act of 1990, the National Board of Revenue (NBR) sent a notice demanding tax of about 12 crore 28 lakh 74 thousand against the total donation of 61 crore 57 lakh 69 thousand taka in the tax year 2011-2012.

Later, Dr. NBR challenged the validity of these notices and filed a case in the Appellate Tribunal. Yunus. Then on November 20, 2014, his application was rejected. After that, in 2015, he filed three income tax reference cases in the High Court.

The High Court issued a ruling in 2015 suspending the effectivity of donor claim notices after the preliminary hearing of the cases. After the final hearing of that rule, the High Court ruled on May 31, declaring the donation imposed by NBR as valid against the money that he had donated to three trusts established in his name considering the death and the welfare of the family members.

After the verdict on May 31, Attorney General AM Amin Uddin told reporters, Dr. Muhammad Yunus donated 77 crore rupees to three institutions. He says - no tax should be paid against it. We said we have to pay, that's why NBR gave him a notice.

Later he filed three reference cases in the High Court. The High Court has rightly said the references. The applications were dismissed. Now the tax demanded by NBR has to be paid. NBR had demanded more than Rs.15 crore. He has already given 3 crore rupees. He also said that now the remaining 12 crores of tax will have to be paid.


Post a Comment

Previous Post Next Post